ঢাবিতে ৫৮৩ ছাত্রী পেলেন প্রথমবারের মতো আপৎকালীন আর্থিক সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন ছাত্রীকে প্রথমবারের মতো মাসিক ৩ হাজার টাকা করে আপৎকালীন সহায়তা দেওয়া হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন ছাত্রীকে প্রথমবারের মতো দেওয়া হলো আপৎকালীন আর্থিক সহায়তা। এই কর্মসূচির আওতায় প্রতি শিক্ষার্থী মাসে ৩ হাজার টাকা করে পাবেন, যা সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে জমা হবে।
মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ জন ছাত্রীর হাতে এই সহায়তার খাম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অনুষদের ডিন, ছাত্রী প্রতিনিধি উমামা ফাতেমা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা। সঞ্চালনা করেন হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এই সহায়তা একটি আপৎকালীন পদক্ষেপ। আমাদের শিক্ষার্থীদের অর্ধেকের বেশি ছাত্রী, কিন্তু তাদের জন্য মাত্র ৫টি আবাসিক হল রয়েছে। অনেকেই মফস্বল থেকে আসে, ঢাকায় আত্মীয়স্বজন নেই। টিউশনির সুযোগও শুরুতে মেলে না। তাই তাদের জীবন সংগ্রামময়। এই সহায়তা সেই কষ্ট কিছুটা লাঘবে ভূমিকা রাখবে।’
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বাজেটে বর্তমানে প্রায় ৫১ কোটি টাকার ঘাটতি রয়েছে। এর পরও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভবিষ্যতে এই সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
চীনের অর্থায়নে একটি নতুন ছাত্রী হল নির্মাণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে একনেক অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বড় প্রকল্পে আরও চারটি ছাত্রী হল এবং পাঁচটি ছাত্র হল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তবে এই আর্থিক সহায়তা কত দিন চালু থাকবে—এ প্রশ্নের জবাবে হিসাব পরিচালক সাইফুল ইসলাম জানান, এখনো স্থায়ী সময়সীমা নির্ধারণ করা হয়নি।