মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: নজরুল ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ডিসেম্বরে এক লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬ হাইতির অপরাধীদের নিয়ন্ত্রণে কেনিয়া আরও পুলিশ মোতায়েন করলো লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা রাজশাহীতে এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, হত্যাচেষ্টার অভিযোগ থানায় টানা ৪ দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আফগান সীমান্তের কাছে ‘জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত’ উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

জাতীয়

ধানের ৩০০ জাত সংরক্ষণকারী কৃষক ইউসুফ মোল্লা আর নেই

 প্রকাশিত: ১৬:৩৯, ১৪ জানুয়ারি ২০২২

ধানের ৩০০ জাত সংরক্ষণকারী কৃষক ইউসুফ মোল্লা আর নেই

রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র বীজ ব্যাংকের প্রতিষ্ঠাতা কৃষক ইউসুফ মোল্লা আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঐতিহ্যবাহী জাতের ধান সংরক্ষণকে সারাদেশে জনপ্রিয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার নেশা ও পেশাই ছিল নানান ধরণের বীজ সংরক্ষণ করা।
আজ শুক্রবার সকালে তানোর উপজেলার ধুবইল গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ইউসুফ মোল্লার ছেলে গোলাম মোস্তফা বলেন, স্বাভাবিকভাবে দিন শুরু করার পর সকাল সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রায় ৬ মাস আগে বাবার ফুসফুসের ক্যান্সার দেখা দিয়েছিল’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘কিছুদিন হাসপাতালে থাকার পর বাসায় থেকে তার চিকিৎসা চলছিল।’

হাইব্রিড জাতের প্রভাবে ঐতিহ্যবাহী দেশীয় ধানের জাতের সমৃদ্ধ ঐতিহ্যকে রক্ষা করার জন্য ইউসুফ ৫০ বছর আগে তার বাড়িতে ধান বীজ সংগ্রহ শুরু করেন। বেসরকারি সংস্থা বারসিক’র সহায়তায় ‘বরেন্দ্র বীজ ব্যাংক’ প্রতিষ্ঠার পর ইউসুফ দেশের বিভিন্ন জেলার কৃষকদের নিয়ে প্রায় ৩০০টি ধানের জাত সংরক্ষণ করেন।

ইউসুফ মোল্লা পরিবেশসহ বেশ কয়েকটি বিষয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন। তার সংগৃহীত ধান বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। ইউসুফ এর ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজশাহী ধান গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানী ড. হারুনর রশিদ বলেন, ‘ইউসুফ ছিলেন পেশায় কৃষক। তার নানান ধরণের ধান বীজের সংরক্ষণ করা নেশায় পরিণত হয়েছিল। কারণ কেউ এ ধরণের কাজ করেন না। বিশেষ করে কৃষকদের মাঝে এরকম দেখা যায় না। কৃষক ইউসুফকে আমরা স্যালুট জানাই। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’