আমিরাতের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচে বাড়লো সিরিজ, পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তায় পরিবর্তন পরিকল্পনায়
পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গত পরশু, দ্বিতীয়টি আজ। তবে এই সিরিজে হঠাৎ করেই যুক্ত হয়েছে আরেকটি বাড়তি ম্যাচ। আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তারা একটি অতিরিক্ত ম্যাচ খেলবে।
এই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২১ মে, শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই, আগের দুটি ম্যাচের ভেন্যুতে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়।
এই বাড়তি ম্যাচটি আয়োজনের পেছনে রয়েছে পাকিস্তান সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফর কিছুটা প্রশ্নের মুখে পড়েছিল। যদিও বর্তমানে বাংলাদেশ সরকার সফরের অনুমতি দিয়েছে, তবুও দুই দেশের ক্রিকেট বোর্ড এখনো সূচি চূড়ান্ত করেনি।
বিসিবি চাচ্ছে, পাকিস্তান সফরের আগেই সময়টা কার্যকরভাবে ব্যবহার করতে। সেই লক্ষ্যে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে একটি বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়, যাতে সফর আরও যৌক্তিক হয় এবং অতিরিক্ত খরচও কিছুটা সাশ্রয় হয়। আমিরাত বোর্ডও সে প্রস্তাবে রাজি হয়।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমন দুর্দান্ত সেঞ্চুরি করে আলো ছড়িয়েছেন।
এদিকে পাকিস্তান সফর নিয়ে পিসিবি থেকে কয়েকটি নতুন প্রস্তাবিত সূচি পাঠানো হয়েছে বিসিবিকে। মূলত সিরিজটি ২৫ মে শুরু হওয়ার কথা থাকলেও, নতুন প্রস্তাবনায় শুরু হতে পারে ২৭ মে। ঈদুল আজহার আগেই—অর্থাৎ ৫ জুনের মধ্যে সিরিজ শেষ করার পরিকল্পনা রয়েছে দুই বোর্ডের।
আজ শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ দল। মূল লক্ষ্য থাকবে সিরিজ জয় নিশ্চিত করা। যদিও আগের পরিকল্পনা অনুযায়ী আজই পাকিস্তান রওনা দেওয়ার কথা ছিল, তবে নতুন সূচিতে সেই যাত্রা কিছুটা পেছাবে। খেলোয়াড়দেরও ইচ্ছা, পাকিস্তানে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা না করে আগে কিছুটা প্রস্তুতি নিয়ে মাঠে নামা।
বাড়তি ম্যাচের ফলে যদি দল আরব আমিরাতেই কিছুদিন বেশি সময় কাটায়, তাহলে খরচের দায় নেবে আমিরাত ক্রিকেট বোর্ড। না হলে হয়তো বাংলাদেশ দল কয়েক দিনের জন্য দেশে ফিরে এসে পরে পাকিস্তানে রওনা দেবে।
শেষ পর্যন্ত পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি এবং ম্যাচ সংখ্যা কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি।