বুকিং থাকা সত্ত্বেও ১০ মুসলিমকে বের করে দিলো কলকাতার গেস্ট হাউস

বুকিং থাকা সত্ত্বেও তাদের ধর্মীয় পরিচয়ের দোহাই দিয়ে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে দশজন মাদরাসা শিক্ষককে ।স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, অচেনা শহরে প্রবল বৃষ্টির মধ্যে অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ভিজতে হয়েছে তাদের। তারপর শিক্ষকদের একটি সংগঠনের সহযোগিতায় থাকায় জায়গা পান।
ওই সংগঠনের সহযোগিতাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে ভুক্তভোগীরা বিষয়টি জানান। পাশাপাশি অভিযোগ দায়ের করেন বিধাননগর পুলিশের কাছে।
সোমবার সকালের এই ঘটনায় সন্ধ্যা নাগাদ জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট।
সোমবার ভোরে মালদা থেকে কলকাতা আসেন ১০ মাদরাসা শিক্ষক। তাদের ডাইরেক্টর অফ মাদরাসা এডুকেশন বিভাগে কাজ ছিল।
মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং বিধাননগর পুলিশকে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, সংখ্যালঘু হওয়ার কারণে তাদের ঘর দেওয়া সম্ভব নয় বলে জানায় গেস্ট হাউস কর্তৃপক্ষ।
অনলাইন নিউজ পোর্টাল