শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, মাঘ ১১ ১৪৩২, ০৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানের চট্টগ্রামের প্রচারাভিযান রোববার চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি পোস্টাল ব্যালটে সিল দিয়ে `দ্রুত` পোস্ট অফিসে জমা দিন: ইসি যে কোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করবে ইরান প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ২ ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ দিল্লির সংবাদ সম্মেলনে অডিও বার্তায় ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না: জামায়াত আমির ভোটের লড়াইয়ে ৭৬ নারী প্রার্থী, হিজড়া একজন ট্রাম্পের শুল্ক খড়্গ: ‘সবচেয়ে বড় চুক্তি’র পথে ভারত ও ইইউ আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেইনের মধ্যে বিতর্কিত আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা তানজিদের রেকর্ড-গড়া সেঞ্চুরিতে চট্টগ্রামকে গুঁড়িয়ে শিরোপা রাজশাহীর

জাতীয়

বিএসএমএমইউ’র নকল মাস্কের বিষয়ে যেভাবে সন্দেহ হয়

 প্রকাশিত: ১১:১৪, ২৫ জুলাই ২০২০

বিএসএমএমইউ’র নকল মাস্কের বিষয়ে যেভাবে সন্দেহ হয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করা এন-৯৫ মাস্কের গায়ে ভুল ইংরেজি বানান দেখে প্রথমেই এটি নকল বলে সন্দেহ করে কর্তৃপক্ষ। পরে অন্যান্য বিষয় যাচাই করে তারা নিশ্চিত হন মাস্কগুলো নকল। এ ঘটনায় বৃহস্পতিবার শাহবাগ থানায় মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা.মোজাফফর আহমেদ বলেন, সরবরাহ করা চালানের তৃতীয় ও চতুর্থ লটের মাস্কের বডিতে ছাপানো লেখায় ত্রুটি লক্ষ্য করি আমরা। এতে সন্দেহ হয় আমাদের। কেননা যুক্তরাষ্ট্র থেকে প্রস্তুত করা সামগ্রীতে ইংরেজি বানান ভুল থাকার কথা নয়। সেখানে ‘Contain’ এর স্থানে লেখা ছিল ‘Cotain’।

তিনি বলেন, পরবর্তীতে আরো পরীক্ষা করে দেখা যায়, কোনো কোনো মাস্কে ‘নিরাপত্তা’ কোড ও ‘লট নম্বর’ সামগ্রীর প্রস্ততকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রাপ্ত অথেনটিকেশন প্রক্রিয়ায় কাউন্টারফিট বা নকল মন্তব্য পাওয়া গেছে। এছাড়া কোনো কোনো মাস্কের বন্ধনী ফিতা ছেড়া ছিল। এতে কর্তৃপক্ষ বুঝতে পারে মাস্কের গুণগতমান নিম্নমানের।

এরপর অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে গত ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ২০ জুলাই তিনি ‘দুঃখ’ প্রকাশ করেন। কিন্তু তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে না হওয়ায় পরবর্তীতে  তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তার সর্বোচ্চ শাস্তির অনুরোধ করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল