বুধবার ১৪ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২, ১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিসহ ৬০০ বিলিয়ন ডলারের সহযোগিতা

 আপডেট: ২২:২০, ১৩ মে ২০২৫

১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিসহ ৬০০ বিলিয়ন ডলারের সহযোগিতা

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সৌদি রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে রেকর্ড পরিমাণ ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, এই চুক্তির আওতায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও কৌশলগত খাতে যৌথ বিনিয়োগ ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

চুক্তির প্রধান অংশগুলো:

প্রতিরক্ষা ও সামরিক খাত (১৪২ বিলিয়ন ডলার)

বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র চুক্তির অংশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে ১৪২ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও সেবা কিনবে।

এর আওতায়: বিমানবাহিনীর আধুনিকীকরণ, মহাকাশ প্রযুক্তি উন্নয়ন, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক, উপকূলীয় ও সীমান্ত নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকীকরণ, সৌদি সামরিক একাডেমি ও মেডিকেল সেবা খাতেও প্রশিক্ষণ ও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাত (১০০ বিলিয়ন ডলার), সৌদি কোম্পানি ডেটাভোল্ট যুক্তরাষ্ট্রের AI ও জ্বালানি অবকাঠামোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

প্রযুক্তি জায়ান্ট গুগল, ওরাকল, সেলসফোর্স, AMD ও উবার ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যৌথ প্রকল্পে।

পরিবহন ও বিমান খাত (১৯ বিলিয়ন ডলার), বোয়িং ৭৩৭-৮ মডেলের যাত্রীবাহী বিমান, রপ্তানি (৪.৮ বিলিয়ন ডলার), গ্যাস টারবাইন রপ্তানি (১৪.২ বিলিয়ন ডলার), স্বাস্থ্যখাত (৫.৮ বিলিয়ন ডলার), সৌদি কোম্পানি যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে স্যালাইন তৈরির কারখানা স্থাপন করবে।

নগরায়ণ ও নির্মাণ খাত

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সৌদির: বাদশাহ সালমান বিমানবন্দর, বাদশা সালমান পার্ক, কিদিয়া সিটি প্রজেক্টে কাজ করবে। এসব প্রকল্প থেকে যুক্তরাষ্ট্র প্রায় ২ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে পারবে। 

বিশেষ বিনিয়োগ তহবিল, জ্বালানি উন্নয়ন: ৫ বিলিয়ন ডলার, মহাকাশ ও প্রতিরক্ষা: ৫ বিলিয়ন ডলার, ক্রীড়া উন্নয়ন: ৪ বিলিয়ন ডলার

বিশ্লেষণ:

এই চুক্তিকে দ্বিপাক্ষিক কূটনীতির এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে:

সৌদি সামরিক নির্ভরতা ও নিরাপত্তা আরও ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রনির্ভর হবে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যপ্রাচ্যে প্রবেশ এবং বাজার সম্প্রসারণ নিশ্চিত হবে।

কৌশলগত জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা চীনের প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে।