রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে দোলাচল, বিশ্লেষকদের আশঙ্কা: মন্দার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:১৯, ১৫ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে দোলাচল, বিশ্লেষকদের আশঙ্কা: মন্দার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে

শুল্কে অনিশ্চয়তা, বিশ্ববাজারে আশঙ্কার মেঘ - ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ ও স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববাণিজ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তা কাটাতে না পারলে বৈশ্বিক অর্থনীতি মন্দার চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

চলতি মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হলেও চীনের ওপর চাপ আরও বাড়ানো হয়। চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪৫ শতাংশে। তবে প্রযুক্তিপণ্যের বাজারে সামান্য স্বস্তি দিতে কিছু পণ্যকে শুল্কমুক্ত রাখার ঘোষণা দেয় হোয়াইট হাউস।

রোববার ট্রাম্প জানান, আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। যদিও কিছু কোম্পানির ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শনের কথা বলেন তিনি। এতে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন ও কম্পিউটারের মতো পণ্যের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী নাও হতে পারে।

ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রে ডালিও এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে সঠিক সিদ্ধান্ত না নিলে অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।"

ট্রাম্প বলেন, "আমরা চাই, চিপ ও অন্যান্য প্রযুক্তিপণ্য আমাদের দেশেই তৈরি হোক।" একই দিনে তিনি সেমিকন্ডাক্টর খাতে জাতীয় নিরাপত্তা ইস্যুতে তদন্ত শুরুর ঘোষণাও দেন।

শুল্কনীতি নিয়ে ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তন এবং বাজারে এর প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, "এখানে কোনো স্পষ্ট নীতির অস্তিত্ব নেই। আছে বিশৃঙ্খলা ও দুর্নীতি।"

নর্থম্যান ট্রেডারের প্রতিষ্ঠাতা স্বেন হেনরিচ এক্সে লেখেন, "প্রতিদিন সিদ্ধান্ত বদলের ফলে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারছে না।"

চীন ছাড়াও ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত। তবে পছন্দসই চুক্তি না হলে সেই শুল্ক আবার কার্যকর করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বিভিন্ন দেশ। আজ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে স্পেনের একটি প্রতিনিধিদল।

বিশ্ববাজারে শুল্কনীতির প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.৮%, ফ্রাঙ্কফুর্টের ডাক্স সূচক ২.৫% এবং প্যারিসের সিএসি ৪০ সূচক ২.২২% বেড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে চীনও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। দেশটি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করেছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বর্তমানে তিনি এশিয়া সফরে রয়েছেন এবং গতকাল ভিয়েতনামে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই করেছেন।

সি চিন পিং বলেন, "শুল্ক ও বাণিজ্যযুদ্ধে কেউ জেতেনা। দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করাই একমাত্র পথ।"