শনিবার ১০ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে দোলাচল, বিশ্লেষকদের আশঙ্কা: মন্দার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:১৯, ১৫ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে দোলাচল, বিশ্লেষকদের আশঙ্কা: মন্দার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে

শুল্কে অনিশ্চয়তা, বিশ্ববাজারে আশঙ্কার মেঘ - ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ ও স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববাণিজ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তা কাটাতে না পারলে বৈশ্বিক অর্থনীতি মন্দার চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

চলতি মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হলেও চীনের ওপর চাপ আরও বাড়ানো হয়। চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪৫ শতাংশে। তবে প্রযুক্তিপণ্যের বাজারে সামান্য স্বস্তি দিতে কিছু পণ্যকে শুল্কমুক্ত রাখার ঘোষণা দেয় হোয়াইট হাউস।

রোববার ট্রাম্প জানান, আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। যদিও কিছু কোম্পানির ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শনের কথা বলেন তিনি। এতে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন ও কম্পিউটারের মতো পণ্যের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী নাও হতে পারে।

ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রে ডালিও এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে সঠিক সিদ্ধান্ত না নিলে অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।"

ট্রাম্প বলেন, "আমরা চাই, চিপ ও অন্যান্য প্রযুক্তিপণ্য আমাদের দেশেই তৈরি হোক।" একই দিনে তিনি সেমিকন্ডাক্টর খাতে জাতীয় নিরাপত্তা ইস্যুতে তদন্ত শুরুর ঘোষণাও দেন।

শুল্কনীতি নিয়ে ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তন এবং বাজারে এর প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, "এখানে কোনো স্পষ্ট নীতির অস্তিত্ব নেই। আছে বিশৃঙ্খলা ও দুর্নীতি।"

নর্থম্যান ট্রেডারের প্রতিষ্ঠাতা স্বেন হেনরিচ এক্সে লেখেন, "প্রতিদিন সিদ্ধান্ত বদলের ফলে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারছে না।"

চীন ছাড়াও ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত। তবে পছন্দসই চুক্তি না হলে সেই শুল্ক আবার কার্যকর করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বিভিন্ন দেশ। আজ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে স্পেনের একটি প্রতিনিধিদল।

বিশ্ববাজারে শুল্কনীতির প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.৮%, ফ্রাঙ্কফুর্টের ডাক্স সূচক ২.৫% এবং প্যারিসের সিএসি ৪০ সূচক ২.২২% বেড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে চীনও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। দেশটি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করেছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বর্তমানে তিনি এশিয়া সফরে রয়েছেন এবং গতকাল ভিয়েতনামে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই করেছেন।

সি চিন পিং বলেন, "শুল্ক ও বাণিজ্যযুদ্ধে কেউ জেতেনা। দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করাই একমাত্র পথ।"