রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সোমবার থেকে আন্দোলনকারী শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ বিমানবন্দরে আগুন: বহু পোশাক ও কাঁচামাল ধ্বংস হয়েছে, বলছে বিজিএমইএ এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিল পুলিশ ২৭ ঘণ্টা পর নিভল শাহজালালের আগুন ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আব্দুল্লাহ বাড়ি ভাড়া ৫ শতাংশ প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে মানুষের ঢল আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের পর্যটকরা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন: পরিবেশ উপদেষ্টা আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর

আন্তর্জাতিক

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

 প্রকাশিত: ১৪:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  মঙ্গলবার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত সব মার্কিন এটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, গত চার বছরে বিচার বিভাগকে আগের মতো রাজনীতিকরণ করা হয়েছে।

তিনি বলেন, অতএব, আমি 'বাইডেন যুগের' বাকি সকল মার্কিন এটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছি।

ট্রাম্প আরো বলেন, ’আমাদের ঘর অবিলম্বে পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে—যার কাজ আজ থেকেই শুরু হবে।’

একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর প্রশাসনে রদবদল করলে মার্কিন এটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। যাদেরকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তাঁরা প্রত্যেকেই বাইডেনের সময়ে নিযুক্ত ফেডারেল প্রসিকিউটর। যাদেরকে মার্কিন এটর্নি বলা হয়। প্রতিস্থাপন করা একটি প্রচলিত রীতি।

দেশের ৯৪টি ফেডারেল আদালত জেলার জন্য একজন করে ৯৩ জন এবং দুটি জেলায় একজন মার্কিন এটর্নি রয়েছেন।

মার্কিন এটর্নিরা প্রতিটি জেলার শীর্ষ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা।

নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাইডেনের মনোনীত বেশ কয়েকজন মার্কিন এটর্নি প্রতিস্থাপনের কারণে পদত্যাগ করেছেন।
বরখাস্তকৃতদের মধ্যে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের অফিসের সদস্যরাও রয়েছেন। যিনি ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে পরিত্যক্ত দুটি ফৌজদারি মামলা দায়ের করেছিলেন।

নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত মার্কিন এটর্নি গত সপ্তাহে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের জন্য বিচার বিভাগ কর্তৃক অনুরোধের পর পদত্যাগ করেন। যিনি ট্রাম্প কর্তৃক নিযুক্ত ছিলেন।