মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: ইউনূস জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য: এনবিআর চেয়ারম্যান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলি হামলায় ‘গাজার নতুন প্রধানমন্ত্রী’ হাসপাতালে নিহত গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে ‘আমি শহীদ হতে যাই’: মাকে ফোনে বলেছিলেন শহীদ শাকিল

আন্তর্জাতিক

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

 প্রকাশিত: ১৪:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  মঙ্গলবার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত সব মার্কিন এটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, গত চার বছরে বিচার বিভাগকে আগের মতো রাজনীতিকরণ করা হয়েছে।

তিনি বলেন, অতএব, আমি 'বাইডেন যুগের' বাকি সকল মার্কিন এটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছি।

ট্রাম্প আরো বলেন, ’আমাদের ঘর অবিলম্বে পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে—যার কাজ আজ থেকেই শুরু হবে।’

একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর প্রশাসনে রদবদল করলে মার্কিন এটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। যাদেরকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তাঁরা প্রত্যেকেই বাইডেনের সময়ে নিযুক্ত ফেডারেল প্রসিকিউটর। যাদেরকে মার্কিন এটর্নি বলা হয়। প্রতিস্থাপন করা একটি প্রচলিত রীতি।

দেশের ৯৪টি ফেডারেল আদালত জেলার জন্য একজন করে ৯৩ জন এবং দুটি জেলায় একজন মার্কিন এটর্নি রয়েছেন।

মার্কিন এটর্নিরা প্রতিটি জেলার শীর্ষ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা।

নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাইডেনের মনোনীত বেশ কয়েকজন মার্কিন এটর্নি প্রতিস্থাপনের কারণে পদত্যাগ করেছেন।
বরখাস্তকৃতদের মধ্যে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের অফিসের সদস্যরাও রয়েছেন। যিনি ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে পরিত্যক্ত দুটি ফৌজদারি মামলা দায়ের করেছিলেন।

নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত মার্কিন এটর্নি গত সপ্তাহে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের জন্য বিচার বিভাগ কর্তৃক অনুরোধের পর পদত্যাগ করেন। যিনি ট্রাম্প কর্তৃক নিযুক্ত ছিলেন।