রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে: তারেক রহমান নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড চলতি বছর ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি লাখেরও বেশি কেরাণীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে, নির্বাপণে লাগবে ১ দিন ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদিকে গুলির পেছনে ‘বিরাট শক্তি’, ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস বিএনপির ৩১ দফায় জুলাই যোদ্ধাদের অধিকার যুক্ত করাসহ ৫ দাবি ২৫ ডিসেম্বর নতুন গণতান্ত্রিক জোয়ারের সূচনা হবে: আমীর খসরু ১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই পাবে: উপদেষ্টা মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, সল্টলেকের ঘটনায় তদন্ত কমিটি গঠন ব্রাজিলের বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘ: পশ্চিম তীরে ইসরাইলি বসতি ২০১৭ সালের পর সর্বোচ্চ যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া

আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদীর অভিনন্দন

 প্রকাশিত: ১০:১১, ৯ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদীর অভিনন্দন

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্কের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন।

এর কিছু সময় পরই ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্সে এক বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানান।

বার্তায় মোদী বলেন, “নতুন দায়িত্ব গ্রহণ করায় মুহাম্মদ ইউনূসকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা আশা করছি, দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হবে এবং অন্যান্য সংখ্যালঘুরাও সে সুবিধা পাবে।”

শেখ হাসিনার পতনের পর উদ্ভূত পরিস্থিতি সহিংসতা ছড়িয়ে পড়ে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামলা, ভাঙচুর ও হতাহতের খবর আসতে থাকে। সোমবার থেকে বুধবার পর্যন্ত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার খবরে দেশে-বিদেশে উদ্বেগ ছড়ায়।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগিয়ে নেওয়ার বিষয়ে মোদী বলেন, “উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।”

গণআন্দোলন ও জনরোষের মুখে ৫ অগাস্ট পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে অন্য কোনো দেশে তার যাওয়ার কথা বলে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে।

শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের গভীর সম্পর্কের কথা দুই দেশের রাজনীতিবিদের মুখে ১৫ বছর ধরে বহুবার উচ্চারিত হয়েছে।

জানুয়ারিতে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে যান শেখ হাসিনা। সে সময় দেশটির সঙ্গে কয়েকটি চুক্তি নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

শেখ হাসিনার পতনের পর উদ্ভূত বাস্তবতায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হয়, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে।

তবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই শুভেচ্ছা জানালেন মোদী।