বিদেশে চিকিৎসা ব্যয়ে ছাড়: এখন পাঠানো যাবে ১৫ হাজার ডলার

চিকিৎসা খরচে ছাড় – বিদেশে এখন বছরে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা, বলছে বাংলাদেশ ব্যাংক।
বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে উন্নত চিকিৎসার প্রয়োজনে একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পাঠাতে পারবেন। আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
পূর্বে ব্যাংকগুলো অনুমতি ছাড়া ১০ হাজার ডলার পাঠাতে পারত। নতুন নির্দেশনায় তা বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে। কারও চিকিৎসা ব্যয়ে এই পরিমাণের বেশি ডলার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে তা পাঠানো যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ হাজার ডলারের মধ্যে গ্রাহক চাইলে ৫ হাজার ডলার নগদ তুলতে পারবেন। বাকি অর্থ সরাসরি হাসপাতালের নামে অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে।
ব্যাংকাররা জানান, ভারতে চিকিৎসার জন্য ভিসা জটিলতার কারণে এখন অনেকেই থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। এসব দেশে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় বেশি ডলারের প্রয়োজন পড়ে। তাই এ সিদ্ধান্ত চিকিৎসাপ্রার্থীদের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, বৈধপথে চিকিৎসা খরচ পাঠানোর প্রক্রিয়া সহজ হলে মানুষ হুন্ডির মতো অবৈধ উপায়ে অর্থ পাঠানো থেকে বিরত থাকবে। এতে প্রবাসী আয়ের ওপর নেতিবাচক প্রভাবও কমবে।
এ ছাড়া চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, প্রশিক্ষণ ফি ও চিকিৎসা বাবদ অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করেছে।