শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৫ ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ সত্যিকারের জনবান্ধব পুলিশ হোন: স্বরাষ্ট্র উপদেষ্টা হবিগঞ্জে মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান আরেক হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান গ্রেফতার সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে বিদেশি ৭ প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ ১০৪ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছেন হাসিনা বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সালমান ও আনিসুল হক ৫ দিনের রিমান্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত‍্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

ইসলাম

আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লামা মনযুর নোমানী রহঃ

 প্রকাশিত: ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পরকালের মুক্তির জন্য বক্ষমাণ পুস্তুকের আলোচিত বিশটি পাঠ –ইনশাআল্লাহ- যথেষ্ট। এখানে কয়েক ছত্রে পুরো কিতাবের সারাংশ তুলে ধরা হচ্ছে। যাতে মনে রাখা এবং আমল করা সহজ হয়।

১। ইসলামের প্রথম শিক্ষা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি ও জান্নাত লাভের প্রথম শর্ত হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলে ঈমান আনা এবং এর দাবীর উপর অবিচল থাকা।

২। অত্যাবশ্যক পরিমাণ ধর্মীয় বিধিবিধান শিখে নেয়া এবং সেগুলির উপর আমল করা।

৩। ফরজ ইবাদতসমুহ আদায় করা এবং মানুষের হকগুলো আদায় করা।

৪। আদব-কায়দয় ও স্বভাব-চরিত্রে ভালো থাকা।

৫। কখনো গোনাহ হয়ে গেলে তওবা করা এবং কোনো ব্যক্তির সাথে বাড়াবাড়ি হয়েগেলে বদলা দিয়ে কিংবা মাফ চেয়ে মিটমাট করা।

৬। দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ ও তার রাসুলকে অধিক মুহাব্বত করা।

৭। দ্বীনের দাওয়াত, খেদমত ও দ্বীন প্রতিষ্ঠার মেহনতের সঙ্গে যুক্ত থাকা।

৮। সমস্ত গোনাহ বিশেষত চুরি, ঘুশখোরি, মিথ্যা, ব্যভিচার, অবৈধ ব্যবসা-বাণিজ্য, হিংসা-পরশ্রীকাতরতা ইত্যাদি কবীরা গোনাহসমুহ থেকে বেঁচে থাকা।

৯। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা এবং প্রতিদিন কিছু পরিমান যিকির ও তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। যেমন কালিমায়ে তামজীদ, তাসবীহে ফাতেমী, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা। এর বেশি যিকির করতে চাইলে কোনো যোগ্য ব্যক্তির পরামর্শ নেওয়া।

১০। আলেম-উলামা, পীর-মাশায়েখ তথা ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা পোষণ করা। তাদেরকে ভালোবাসা এবং তাদের সান্নিধ্য গ্রহণ করা। মূলত যারা আল্লাহর নেক বান্দাদের সোহবত পায়, ধীরে ধীরে তাদের মাঝে দ্বীনের সব আমলই এসে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন, আমীন।

মুসলিম বাংলা