করোনা সংক্রমণ রোধে মেট্রো রেল যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ

রাজধানীতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
সোমবার (৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ট্রেন যাত্রার সময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানা জরুরি।
এর আগে রোববার ঈদুল আজহার ছুটির পর ঢাকামুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও একই ধরনের নির্দেশনা দেয়।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।
করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণে মেট্রো রেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে অহেতুক আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।