সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

স্বাস্থ্য

দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

 প্রকাশিত: ২২:৪৬, ১০ জুন ২০২৫

দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে ১০১টি নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনেই অপরিবর্তিত রয়েছে।

এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মহামারির শুরু থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৮৭ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।