শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক

রাশিয়ার ৯৯টি ড্রোন হামলা, ইউক্রেনের প্রতিরোধে ভূপাতিত ৫৭টি

 আপডেট: ১৭:০২, ২৪ মার্চ ২০২৫

রাশিয়ার ৯৯টি ড্রোন হামলা, ইউক্রেনের প্রতিরোধে ভূপাতিত ৫৭টি

ড্রোন হামলা

রাশিয়া ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে এবং আরও ৩৬টি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে ছয়টি ড্রোনের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২৩ মার্চ (রোববার) কিয়েভে রাশিয়ার হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করলে আতঙ্ক সৃষ্টি হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আক্রমণগুলো একটি নিত্যনৈমিত্তিক বাস্তবতা এবং যুদ্ধের অবসান ঘটাতে ‘মস্কোর ওপর নতুন চাপ’ প্রয়োজন।

কিয়েভ দাবি করেছে, তারা শুধুমাত্র যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ান অবকাঠামোতে হামলা চালাচ্ছে, যা মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার উদ্দেশ্যে করা হচ্ছে। রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে এই পরিকল্পনাকে ‘লোক দেখানো’ ও ‘অর্থহীন’ বলে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, স্টারমার ও ইউরোপের অন্যান্য নেতারা ভুলভাবে মনে করেন যে ‘আমাদের সবাইকে উইনস্টন চার্চিল হতে হবে।’

সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, তিনি পুতিনকে ‘খারাপ মানুষ’ মনে করেন না, বরং তিনি অত্যন্ত বুদ্ধিমান। উইটকফ জানান, ১০ দিন আগে পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, যেখানে পুতিন ‘ভদ্র’ ও ‘সোজাসাপটা’ ছিলেন। তিনি আরও জানান, ট্রাম্পের ওপর হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলেন এবং উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রতিকৃতি আঁকার নির্দেশ দেন।

উইটকফ দাবি করেন, রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি দখল করতে চায় না, বরং পাঁচটি অঞ্চল দখল করাই তাদের লক্ষ্য। রাশিয়া কেন ইউক্রেনকে পুরোপুরি সংযুক্ত করতে চাইবে? তাদের তো এর দরকার নেই। তারা যা চেয়েছে, তা পেয়ে গেছে।

তিনি আরও বলেন, স্টারমারের ‘ইচ্ছুক রাষ্ট্রগুলোর জোট’ গঠনের পরিকল্পনা ‘অতি সরলীকৃত’ ও ‘লোক দেখানো’। তবে তিনি জানান, কৃষ্ণসাগরে এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হতে পারে এবং ৩০ দিনের একটি পূর্ণ যুদ্ধবিরতির সম্ভাবনাও রয়েছে।