শুক্রবার ১৫ আগস্ট ২০২৫, শ্রাবণ ৩১ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আত্মসমর্পণ আমাদের ভাষায় নেই - খামেনির স্পষ্ট বক্তব্য

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 আপডেট: ১২:০৩, ২৭ জুন ২০২৫

আত্মসমর্পণ আমাদের ভাষায় নেই - খামেনির স্পষ্ট বক্তব্য

আত্মসমর্পণ আমাদের ভাষায় নেই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ একজোট ও ঐক্যবদ্ধ এবং তাদের কণ্ঠস্বর একত্রিত। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বানকে অবমূল্যায়ন করে বলেন, ইরানের মতো মহান জাতির জন্য আত্মসমর্পণের কথাই অগ্রহণযোগ্য এবং এটি আমাদের ভাষায় নেই।

খামেনি আরও বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং তারা যুক্তরাষ্ট্রের মুখে চমক সৃষ্টি করেছে। ট্রাম্পের আহ্বান সত্যি হলেও তা কখনো পূরণ হবে না।

এই ভিডিওবার্তাটি ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর খামেনির প্রথম সরাসরি ভাষণ। ২৬ জুন তার পূর্ণাঙ্গ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খামেনির এই কড়া ভাষা ইরানের দৃঢ় অবস্থান প্রতিফলিত করছে।