বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে শিক্ষামন্ত্রণালয়ের কড়া নির্দেশ

 প্রকাশিত: ২৩:৪০, ২৯ এপ্রিল ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে শিক্ষামন্ত্রণালয়ের কড়া নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবহির্ভূত মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশে অংশ নিচ্ছে, যার ফলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের শ্রেণিমুখী ও শিক্ষামুখী রাখতে হবে এবং তাদের বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও সহপাঠ কার্যক্রম জোরদার করেন। বিজ্ঞপ্তির সঙ্গে কো-কারিকুলার কার্যক্রমের একটি নমুনা তালিকাও সংযুক্ত করা হয়েছে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশে যুক্ত রাখা এবং অনাকাঙ্ক্ষিত কর্মসূচি থেকে বিরত রেখে তাদের সঠিক শিক্ষাদীক্ষায় মনোযোগী করে তোলা।