এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করল সরকার

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ঈদুল আজহার আগেই বাড়তি উৎসব ভাতা পাবেন শিক্ষকরা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়েছে সরকার। এত দিন তাঁরা মূল বেতনের ২৫ শতাংশ হারে উৎসব বোনাস পেতেন, এখন থেকে পাবেন ৫০ শতাংশ। ঈদুল আজহার আগেই এই বাড়তি বোনাস পাবেন শিক্ষকরা।
সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে চারটি শর্তও যুক্ত করা হয়েছে।
শর্তগুলো হলো:
১. এ ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
২. ব্যয়সংক্রান্ত কোনো অনিয়ম হলে দায় থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের।
৩. প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ (জিও) জারি করবে, সেদিন থেকেই ভাতা কার্যকর হবে।
৪. জিও কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত কর্মচারীদের জন্য ভাতার হার অপরিবর্তিত থাকবে। তাঁরা আগেও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেতেন এবং এখনো তা-ই পাবেন।
গত মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার উৎসব ভাতা ২৫ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে।
এর আগে, গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদ ছাড়ার সময় পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ও বিনোদন ভাতা বাড়ানো হবে।
বর্তমানে সারা দেশে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাঁরা সরকার থেকে বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।