গত দুইবার যেসব করদাতা নিরীক্ষায় পড়েছিলেন, এবার তাঁরা বাদ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৩-২৪ করবর্ষে যেসব করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে, সেখানে গত দুই বছর যাঁরা নিরীক্ষার আওতায় এসেছিলেন, তাঁদের বাদ দেওয়া হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, একই করদাতার রিটার্ন যাতে বারবার নিরীক্ষার আওতায় না আসে, সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০২১-২২ এবং ২০২২-২৩ করবর্ষে নিরীক্ষার আওতায় পড়া করদাতারা এবার এই প্রক্রিয়ার বাইরে থাকবেন।
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১৯:৩১