মেসি ইন্টার মায়ামিতে থাকবেন ২০২৫ পর্যন্ত, বেতন পাবেন কত

এই বিষয়ে ঘোষণা আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বাকি ছিল আনুষ্ঠানিকতা। ছুটি কাটিয়ে এসে সেটাও সম্পন্ন করলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে জুটি বাঁধলেন লিওনেল মেসি। ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় ভক্তদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে মায়ামি।
ক্লাবটির মালিক জর্জ মাস জানান, মেসিকে দলে ভেড়ানোর জন্য মায়ামি তিন বছর ধরে লেগে ছিল। যদিও তাদের মেসিকে পেতে কোনো খরচ করতে হয়নি। জর্জ মাস জানান, মেসি পারিশ্রমিক হিসেবে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন।
মায়ামিতে যোগ দেওয়া নিয়ে মেসি বলেন, ‘ইন্টার মায়ামিতে আমি ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং একসঙ্গে আমরা দারুণ কিছু করব। নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করাই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমি এখন আমার এই নতুন ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি। ’
মায়ামির আরেক মালিক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম উচ্ছ্বসিত মেসিকে নিজ ক্লাবে পেয়ে। মেসি যোগ দেওয়ার মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, ‘আমি যখন ১০ বছর আগে মায়ামিতে নতুন ক্লাব নির্মাণের যাত্রা শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন ছিল বিশ্বসেরা এই খেলোয়াড়কে এ শহরে নিয়ে আসার। ’
‘আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ। লিওর মতো একজন খেলোয়াড়কে আমরা দলে আনতে পেরেছি, সম্ভবত আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। পাশাপাশি একজন খুব ভালো বন্ধু, অসাধারণ একজন মানুষ এবং তার সুন্দর পরিবার এখানে আসায় আমি দারুণ আনন্দিত। প্রথম ধাপের রোমাঞ্চের শুরু এখানেই। আমার লিওকে মাঠে দেখার আর তর সইছে না। ’
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর মেসি দুই মৌসুম ফরাসি ক্লাব পিএসজিতে কাটান। কিন্তু সময়টা তার ভালো যায়নি। প্রতিনিয়ত পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। তাই এই মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আগামী ২১ জুলাই মায়ামির জার্সিতে অভিষেক হতে পারে লিওনেল মেসির।
onp24