আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩৫ সংগঠনের নতুন জোটের আত্মপ্রকাশ

আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩৫ সংগঠনের নতুন জোট `জুলাই ঐক্য` আত্মপ্রকাশ
‘জুলাই ঐক্য’ নামে ৩৫টি সংগঠনের সমন্বয়ে একটি নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে, যার দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
নতুন জোটটির শরিকদের মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, বিপ্লবী ছাত্র পরিষদ, অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অব বাংলাদেশ এবং আরও অনেক সংগঠন।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয়। ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং ৩১ হাজারেরও বেশি মানুষ আহত হন। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এই হামলাকে আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে এখনও বিচার প্রক্রিয়া নিশ্চিত হয়নি।
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার শামিল এবং জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।"
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের ফাতিমা ঝুমা বলেন, "আমরা চাই, আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করা হোক।"
আপ বাংলাদেশের প্লাবন তারিক বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে মূলধারার রাজনৈতিক দলগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা নিয়ে আমরা উদ্বিগ্ন।"