দিল্লির এক স্কুলের কাছে বড় ধরনের বিস্ফোরণ

ভারতের রাজধানী অঞ্চল দিল্লির রোহিণী এলাকায় সিআরপিএফ স্কুলের কাছে এক বড় ধরনের রহস্যময় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে স্কুলটির দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে দিল্লি দমকল পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন।
দিল্লি পুলিশের বিশেষ সেলের কর্মকর্তারা ও ফরেনসিক টিমগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা বিস্ফোরণের কারণ শনাক্ত করার চেষ্টা করছেন।
পুলিশ বলেছে, “রোহিণীর ১৪ নম্বর সেক্টরের যেখান থেকে বিস্ফোরণের শব্দ এসেছে সেখানে দমকল ইঞ্জিন, বোম্ব স্কোয়াড ও পুলিশের ফরেনসিক টিম উপস্থিত হয়েছে।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী এই ব্যক্তি বলেছেন, “আমি বাড়িতে ছিলাম। বিকট একটা শব্দ শুনে তাকিয়ে দেখি ধোঁয়ার মেঘ, তখন ভিডিওটির্ ধারণ করি। আমি আর কিছু জানি না। পুলিশের একটি দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে।”
রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) স্কুলের কাছে রোববার সকাল ৭টা ৪৭ মিনিটে বিস্ফোরণটি ঘটে।
“স্কুলের দেয়াল, নিকটবর্তী কয়েকটি দোকান ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেছে পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অমিত গোয়েল জানান, কী থেকে বিস্ফোরণটি ঘটেছে তা তদন্ত করার জন্য বিশেষজ্ঞদের ডেকেছেন তারা।
পরে সর্বশেষ তথ্যে পুলিশ জানায়, তারা এখনও সন্দেহজনক কিছু পায়নি। তদন্তের অংশ হিসেবে ভুগর্ভস্থ নর্দমার লাইন পরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্ফোরণের পর বাজে গন্ধ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের কাছে পার্ক করে রাখা গাড়িগুলোর জানালা চুরমার হয়ে গেছে এবং ওই এলাকার দোকানগুলোর সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।