পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত

মানচিত্র
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি অভিযানে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার (২৫ মে) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেরা ঈসমাইল খান বিভাগে অভিযান চালিয়ে চারজন বিদ্রোহীকে হত্যা করা হয়। তাদের দাবি অনুযায়ী, এরা সবাই ভারত সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ‘খারেজিরা’র সদস্য।
অন্য একটি অভিযানে ট্যাংক বিভাগে আরও দুই বিদ্রোহী নিহত হয়, এবং তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার বিভাগের বাগ এলাকায়—সেখানে তিনজন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর।
সবগুলো অভিযানেই সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, দেশটির বিভিন্ন অঞ্চলে সক্রিয় বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ভারত থেকে মদদ পায়। তবে ভারত বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাকিস্তানের দাবি ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র গত বছর দেশজুড়ে এসব বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২,৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী এবং সরকারি স্থাপনা।