কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারী

আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় কর্মবিরতি পালন করছেন শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারীরা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন সারা দেশের শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এতে উপস্থিত ছিলেন উপকমিশনার আবদুল কাইয়ুম ও উপকর কমিশনার রইসুন নেসা।
এদিন সকাল থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতির চিত্র স্পষ্টভাবে দেখা গেছে। কর্মকর্তারা ভবনের নিচতলায় প্রধান ফটকের পাশে অবস্থান নেন। প্রধান দুটি ফটক বন্ধ থাকায় এনবিআরের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ভোমরাসহ দেশের বিভিন্ন স্থল ও শুল্ক স্টেশনেও একই ধরনের কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন ধরে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন চলছে।
উল্লেখ্য, সরকার ১২ মে একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন।
সংস্কার ঐক্য পরিষদের চার দফা দাবি:
১. এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ অবিলম্বে বাতিল
২. এনবিআর চেয়ারম্যানকে অপসারণ
৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ
৪. সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা