শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শ্রম খাতের টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সরকার ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতে জাতীয় ও সেক্টরভিত্তিক ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলোকে সক্রিয় করতে কাজ করছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা নানা সমস্যায় ভুগছেন। তাদের ন্যায্য মজুরি, উন্নত বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
উপদেষ্টা জানান, শ্রম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতিমালা প্রণয়ন ও প্রশিক্ষণে সহায়ক হবে।
সাক্ষাৎকালে অ্যাম্বাসেডর মাইকেল মিলার শ্রম আইন ২০০৬ সংশোধন, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও আইএলও রোডম্যাপ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।