মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, আইপিএলে ভাঙলেন সাকিবের রেকর্ড

আইপিএলে সাকিবের রেকর্ড ভেঙে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারি এখন মোস্তাফিজ
পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে সাকিব আল হাসানের আইপিএল রেকর্ড ভেঙেছেন মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে মাত্র ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে দুটি ডেথ ওভারে। এই ম্যাচেই আইপিএলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েছেন তিনি।
জয়পুরের মানসিং স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের ইনিংসে নিজের প্রথম ওভারে ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের ক্যাচে ফেরান মোস্তাফিজ। সেই উইকেটেই সাকিবের ৬৩ উইকেটের পাশে গিয়ে দাঁড়ান। এরপর ইনিংসের ১৬তম ওভারে ফের শিকার করেন শশাঙ্ক সিংকে—আবারও ক্যাচ নেন স্টাবস। এই উইকেটের মাধ্যমেই ৬৪ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ।
শেষ ওভারে মোস্তাফিজ ফেরান মার্কো ইয়ানসেনকে। এবারও উইকেটের পেছনে ক্যাচ ধরেন স্টাবস। সব মিলিয়ে আইপিএলে ৬০ ইনিংসে ৬৫ উইকেট হলো ‘দ্য ফিজ’-এর।
তবে এক মুহূর্তে চতুর্থ উইকেটের সুযোগ হাতছাড়া করেন তিনি। শেষ ওভারের শেষ বলে মার্কাস স্টয়নিসের ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ এড়াতে গিয়ে ফাঁকা জায়গায় পড়ে যায় বলটি।
চলতি আসরে শেষ দিকে দিল্লি দলে যোগ দেন মোস্তাফিজ। তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। তার দল দিল্লি আজ ২০৭ রানের লক্ষ্য ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করেছে দলটি।