সোমবার ২৬ মে ২০২৫, জ্যৈষ্ঠ ১২ ১৪৩২, ২৮ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম ‘চিন্তার স্বাধীনতাও হারাচ্ছি?’— নারী কমিশন বিতর্কে গীতিআরার উদ্বেগ ইউক্রেনে রাশিয়ার টানা হামলায় নিহত ১২, কঠোর চাপের আহ্বান জানালেন জেলেনস্কি সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

দিনাজপুরে গৃহবধূর গায়ে রাসায়নিক নিক্ষেপ, চাচাতো ভাশুর আটক

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৮:৫০, ২৫ মে ২০২৫

দিনাজপুরে গৃহবধূর গায়ে রাসায়নিক নিক্ষেপ, চাচাতো ভাশুর আটক

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূর গায়ে রাসায়নিক নিক্ষেপ, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি; অভিযুক্ত চাচাতো ভাশুর আটক।

দিনাজপুর সদর উপজেলার দিঘন এলাকায় সোহানা আক্তার (২৫) নামের এক গৃহবধূর গায়ে রাসায়নিক পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করার সময় জানালার ফাঁক দিয়ে ওই পদার্থ নিক্ষেপ করা হয়। এ ঘটনায় তাঁর চাচাতো ভাশুর গোলাম রাব্বানী (৪০) কে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী সোহানা আক্তার শামীম পারভেজের স্ত্রী এবং অভিযুক্ত রাব্বানী একই এলাকার আবদুল খালেকের ছেলে। বর্তমানে সোহানা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সোহানা ও তাঁর স্বজনরা জানান, কয়েক দিন আগে পুকুর খননকে কেন্দ্র করে শামীম পারভেজের সঙ্গে গোলাম রাব্বানীর বিরোধ হয়। এরপর রাব্বানী সোহানার তিনটি ছাগল ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখেন। ছাগল ফেরত চাইলে তিনি সোহানাকে মারধর করেন। এরপর সোহানা ৯৯৯–এ ফোন করে এবং কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।

সোহানা বলেন, “রাত সাড়ে আটটার দিকে রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ জানালা দিয়ে কিছু একটা এসে পড়ে গলার নিচে। সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া শুরু হয়। পরিবারের লোকজন এসে পানি দেয়। রাত সাড়ে দশটার দিকে স্বামী হাসপাতালে নিয়ে যান।”

তিনি অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. আবদুস সালাম জানান, সোহানার গলা থেকে বুক পর্যন্ত আনুমানিক ৯ শতাংশ পুড়ে গেছে, তবে তিনি আশঙ্কামুক্ত।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, “দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। তারই ধারাবাহিকতায় ঘটনাটি ঘটে থাকতে পারে। অভিযুক্তকে আটক করা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান।”

তিনি আরও জানান, জরুরি সেবায় কল করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং দায়িত্বে অবহেলা পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।