নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অর্থবহ সংস্কারের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। আর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য নির্বাচনের আগে যে পরিমাণ সংস্কার প্রয়োজন, তা করে নির্বাচনের ব্যবস্থা নিতে তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন।
রোববার রাতে এগারো দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, রাজনীতিবিদদের প্রতি জনগণের মনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এরশাদ সরকার পতনের পর যেভাবে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে একটি আচরণবিধি তৈরি করেছিল, বর্তমান পরিস্থিতিতেও তেমন একটি সম্মিলিত আচরণবিধি তৈরি করা প্রয়োজন।
তিনি জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর পথনির্দেশ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টাকে তাঁরা পরামর্শ দিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। দেশের স্বাধীনতা ও জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।