প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। যমুনা, ঢাকা, ২৪ মে ২০২৫।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সব নির্বাচনের (জাতীয় ও স্থানীয়) বৈধতা বাতিলের আহ্বান জানিয়েছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার শাসনামলে জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচন আয়োজন করা হয়েছিল। রাতের ভোট, ডামি প্রার্থীদের মাধ্যমে ভোট গ্রহণ এসব ছিল নিয়মিত চিত্র। এসব নির্বাচন জনগণের গ্রহণযোগ্যতা হারিয়েছে।”
তিনি আরও বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলো ওইসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। এখন আবার আদালতের মাধ্যমে সেই নির্বাচনগুলো বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, যা নতুন করে বিশৃঙ্খলার জন্ম দিতে পারে। এসব পরিস্থিতি এড়াতে আমরা চাই—এসব নির্বাচন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হোক।”
নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের ওপর এনসিপির অনাস্থার কথাও জানান। তিনি বলেন, “নতুন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছি।”
এ সময় তিনি আরও জানান, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ একত্রে প্রকাশ করার আহ্বানও জানানো হয়েছে।
বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।