ইসরায়েলের হামলায় গাজায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরের সামনে এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ফিলিস্তিনি নারী—নুসেইরাত শরণার্থীশিবির, মধ্য গাজা।
ইসরায়েলের সামরিক হামলায় গাজার এক নারী চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত ওই চিকিৎসকের বাড়িতে চালানো হামলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুদের মা, চিকিৎসক আলা আল-নাজ্জার, নাসের হাসপাতালে কর্মরত। হামলায় তাঁর স্বামী হামদি ও একটি সন্তান গুরুতর আহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আলবোরশ জানিয়েছেন, চিকিৎসক আলা যখন কাজে ছিলেন, তখন তাঁর স্বামী বাসায় ফিরেছিলেন, আর এরপরই হামলা হয়।
পরিবারের এক আত্মীয় ইউসেফ আল-নাজ্জার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যথেষ্ট হয়েছে, আমাদের দয়া করুন। ঘরবাড়ি ছাড়তে ছাড়তে ও ক্ষুধার কষ্টে আমরা ক্লান্ত।”
শনিবারও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণ গাজায় ময়দা বহনকারী ট্রাক এবং উত্তর গাজার জাবালিয়ায় একটি পরিবারের বাড়িতে হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। জাবালিয়ার ঘটনায় প্রায় ৫০ জন নিখোঁজ বা নিহত বলে ধারণা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান ১৯ মাসের সংঘাতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯০১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন। অন্যদিকে গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জন, যার মধ্যে অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়া।