শাহরিয়ার হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-সহপাঠীদের

অপরাজেয় বাংলার সামনে শাহরিয়ার হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও আসল খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং শাহরিয়ারের সহপাঠী ও বন্ধু-বান্ধবরা।
আজ দুপুর ১২টা ২০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের সামনে জড়ো হয়ে পরে একটি মিছিল নিয়ে হলপাড়া হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে অবস্থান নেন।
এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা জানিয়েছিলেন, বৃহস্পতিবার পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন। তবে আজকের কর্মসূচি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারকে রোববার পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও হত্যার কারণ প্রকাশ না হলে রোববার বা সোমবার লংমার্চ করা হবে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শাহরিয়ারের সহপাঠী মশিউর আমিন প্রথম আলোকে বলেন, “আমরা বারবার শুনছি তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আমাদের মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাও যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় নিরাপদ? হত্যাকারী যেন কোনোভাবেই রেহাই না পায়, সেটাই আমাদের দাবি।”
তিনি আরও বলেন, “আজ প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও এখনো মূল খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বা গোয়েন্দা সংস্থা। রিমান্ড শেষ হলেও প্রকৃত খুনি ধরা পড়েনি। তাই আমরা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করতেই হবে।”
অবস্থান কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশে একই বিভাগের শিক্ষক অধ্যাপক আবদুল হালিম বলেন, “আমরা ন্যায়বিচার চাই। সাম্য হয়তো আর ফিরে আসবে না, কিন্তু যেন আর কোনো সাম্যকে হারাতে না হয়, সেই পরিবেশ নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”