মঙ্গলবার ২০ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৬ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিওর মুল ঘটনা

 প্রকাশিত: ২৩:৫৪, ১৯ মে ২০২৫

চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিওর মুল ঘটনা

চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার একটি ভয়াবহ ঘটনা ও তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার বাইরে ঝুলে আছেন একজন ব্যক্তি, আর ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে আছেন। একপর্যায়ে হাত ছেড়ে দিলে তিনি রেললাইনে পড়ে যান।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর একটার দিকে, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলস্টেশন এলাকায়। আহত ওই ব্যক্তির নাম মতিউর রহমান (৫২), তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন আদম ব্যবসায়ী।

বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউরের মাধ্যমে দুই বছর আগে সজীব নামের এক যুবক সৌদি আরবে যান। তবে কাগজপত্রে জটিলতার কারণে সজীব ইকামা (কাজের অনুমতিপত্র) পাননি। এতে মতিউরের সঙ্গে সজীবের পরিবারের বিরোধ সৃষ্টি হয়।

মতিউরের ছেলে আহসান হাবিব অভিযোগ করে বলেন, “বাবা দোলনচাঁপা এক্সপ্রেসে করে সান্তাহারে যাচ্ছিলেন। পথে ১০ থেকে ১২ জন যুবক তাঁকে মারধর করেন এবং চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেন। ভাগ্যক্রমে ট্রেনের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে যায়নি, তবে একটি পা ভেঙে গেছে।”

তিনি আরও জানান, বাবাকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে বগুড়ার একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। তবে ঘটনার পর পুলিশ কোনো মামলা নিচ্ছে না বলেও অভিযোগ করেন আহসান।
আহসান হাবিব জানান, আদমদীঘি থানায় গেলে পুলিশ তাঁদের সান্তাহার জিআরপি স্টেশনে পাঠায়। কিন্তু সেখানে গিয়েও মামলা গ্রহণ করা হয়নি।
ঘটনায় অভিযুক্ত সৌদি প্রবাসী সজীবের চাচা জাহাঙ্গীর আলম জানান, “মতিউর আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। সৌদিতে পাঠিয়ে ইকামা পাইয়ে দেওয়ার কথা বললেও এখনো দেননি। তবে ট্রেনে হামলা ও ফেলে দেওয়ার ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।”
সান্তাহার রেলওয়ে জংশনের জিআরপি পুলিশ স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও আমরা দেখেছি। তবে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”