বিএনপির পদত্যাগ দাবির বিপরীত পথে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী
বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে দুটি দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তারা কারও পদত্যাগের দাবি তোলেনি। শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা দুটি দাবি উত্থাপন করেছি—একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ এবং আরেকটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। ড. ইউনূস উভয় দাবিকেই ইতিবাচকভাবে দেখেছেন।”
বৈঠকের আগে একই দিন বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলে। এ বিষয়ে সাংবাদিকরা জামায়াতের অবস্থান জানতে চাইলে ডা. শফিক বলেন, “পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দেবে জামায়াতে ইসলামী? এটা কি মানায়? যারা তিনজনের পদত্যাগ চেয়েছেন, তারাই সে ব্যাখ্যা দেবেন। আমরা কারও পদত্যাগ চাইনি।”
উল্লেখ্য, চলমান রাজনৈতিক সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার আহ্বানে জামায়াতে ইসলামী ও বিএনপি পৃথকভাবে সংলাপে অংশ নেয়। তবে এক্ষেত্রে দুই দলের কৌশলগত ভিন্নতা স্পষ্ট হয়ে উঠেছে—বিএনপি যেখানে ব্যক্তিগত পর্যায়ে উপদেষ্টাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানে জামায়াত কাঠামোগত সংস্কার এবং নির্বাচনের রূপরেখার দিকেই জোর দিচ্ছে।