ফ্যাসিবাদ উৎখাতের সুযোগ নষ্ট করা যাবে না: ইসলামী আন্দোলনের আমির

ইসলামী আন্দোলনের আমিরের শক্তিশালী আহ্বান: ঝুঁকি নিয়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ হারানো যাবে না।
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতের পর জাতির সামনে যেই রাষ্ট্রের নীতিগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারের সুযোগ এসেছে, তা কোনোভাবেই নষ্ট করা যাবে না।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৈয়দ রেজাউল করীম বলেন, রাজনৈতিক দলগুলোর স্বার্থ থাকলেও অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবিদাওয়া আদায়ের রাজনীতি ও বিরোধপূর্ণ রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদবিরোধী পাঁচ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি তার দৃঢ় সমর্থনের কথা জানান আমির।
তিনি বলেন, ‘অভ্যুত্থানের পর দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। শহীদ ও আহতদের রক্তের মর্যাদা রক্ষা করে সংস্কারের দায়িত্ব পালন করতে হবে। কোনো দল বা ব্যক্তির চাপ বা অসহযোগিতা আপনাকে বাঁধা দিতে পারবে না। ১৮ কোটি মানুষের এই দায়িত্ব অবিচল পালন করুন। দেশবাসী আপনার পাশে আছে, থাকবে ইনশা আল্লাহ।’
সৈয়দ রেজাউল করীম আরও বলেন, রাষ্ট্রের নির্বাহী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্মপরিধি স্পষ্টভাবে নির্ধারিত। এর ব্যত্যয় রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করবে। তাই সব প্রতিষ্ঠানকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।