মাদক ও ছিনতাই দমনে পুলিশের অভিযান, ধরা পড়লো ২৬ অপরাধী

অপরাধপ্রবণতা বাড়ার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়
রাজধানীর মোহাম্মদপুরে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর চলা এই অভিযানে অভিযুক্তদের মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, অভিযানে ধৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত আসামিরা। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
অপরাধপ্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে অভিযান
সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবণ (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজ উদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব, আমেন (৩২) এবং তাহমিনা (২৬)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “মাদক ও অপরাধ দমনে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”