শনিবার ২৪ মে ২০২৫, জ্যৈষ্ঠ ১০ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

রাজনীতি

যুদ্ধবিরতির মধ্যেও ভারতের হুমকি, পাকিস্তানের ক্ষোভ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৫৪, ২৩ মে ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেও ভারতের হুমকি, পাকিস্তানের ক্ষোভ

পেহেলগামে হামলার পর তীব্র ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধবিরতির মাঝেও চলছে পাল্টাপাল্টি হুমকি ও অভিযোগ

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে আবারও উত্তেজনার মুখে ভারত ও পাকিস্তান। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এবং হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুই দেশের শীর্ষ নেতারাও এই বাকযুদ্ধে অংশ নিচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাজস্থানে এক জনসভায় বলেন, “সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী এবং অর্থনীতি উভয়কেই এর মূল্য গুণতে হবে।” মোদির এমন বক্তব্যে তীব্র ক্ষোভ জানিয়েছে পাকিস্তান।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লির দাবি, ওই হামলায় পাকিস্তানের মদদ ছিল। তবে ইসলামাবাদ শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ ঘটনার পর ৭ মে থেকে টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে, যা শেষ হয় ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে।

ভারত আগেও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে। এবার মোদি আরও এক ধাপ এগিয়ে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেন। তিনি বলেন, “ভারতের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানি আর পাকিস্তান পাবে না।”

উল্লেখ্য, ১৯৬০ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে পানি সরবরাহ হয়। ভারত চুক্তি স্থগিত করার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান জানান, ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে পানিচুক্তি সংশোধনের প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে, যেখানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানির বিষয় তুলে ধরা হয়েছে।

মোদির সাম্প্রতিক বক্তব্যকে ‘ভিত্তিহীন ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই বক্তব্য সত্য বিকৃত করে, ভুল উপস্থাপন করে এবং জনগণকে বিভ্রান্ত করতে সচেতন অপচেষ্টা চালানো হয়েছে। এটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল নীতিমালাও লঙ্ঘন করে।”

পাকিস্তান আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। ইসলামাবাদের মতে, এক সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হুমকি আন্তর্জাতিক নীতিমালার গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক।

তবে শুধু প্রতিবাদ নয়, পাকিস্তানও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “শান্তির প্রতি আমাদের আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। পাকিস্তানের মানুষ ও সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে।”

এদিকে, শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ভারতকে তারা পরাজিত করেছে। তিনি বলেন, “অনেকেই ভাবতেন, প্রচলিত যুদ্ধে পাকিস্তান পিছিয়ে। কিন্তু এই সংঘাত সেই ধারণা ভুল প্রমাণ করেছে। আমাদের ঐক্য, সাহস ও বিশ্বাস আমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত কখনো এই পরাজয় ভুলতে পারবে না।”