বিশ্বের প্রথম গনোরিয়া টিকাদান কর্মসূচি শুরু হলো ইংল্যান্ডে - যৌনস্বাস্থ্যে নতুন দিগন্তের সূচনা

ইংল্যান্ডে গনোরিয়া টিকাদান কর্মসূচির মাধ্যমে যৌনরোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার সূচনা।
ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বের প্রথম গনোরিয়া টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে সমকামী ও উভকামী পুরুষদের টিকা দেওয়া হবে, যারা একাধিক যৌনসঙ্গী বা যৌনরোগে আক্রান্ত হয়েছেন। গনোরিয়ার বিরুদ্ধে এই টিকা ৩০-৪০% কার্যকর বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে ইংল্যান্ডে গনোরিয়ায় সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
এনএইচএস আশা করছে, এই টিকাদান কর্মসূচি সংক্রমণ বৃদ্ধি রোধে সাহায্য করবে এবং চিকিৎসায় ব্যয় কমাবে। টিকা মূলত মেনিনজাইটিস-বি এর টিকা, যা গনোরিয়ার সংক্রমণও কমাতে সক্ষম।
টিকা সম্পর্কে যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন। এছাড়া, ইংল্যান্ডের পরস্কার্ট স্বাস্থ্য সংস্থা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্যও টিকাদান শুরু করতে প্রস্তুত।
যদিও টিকার কার্যকারিতা সীমিত, তবে এটি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্রমবর্ধমান ঝুঁকি কমাতে সাহায্য করবে। ইংল্যান্ডে আগস্ট থেকে টিকাদান শুরু হবে।