সৌদি বাদশাহর মানবিক উদ্যোগ: হজে যাচ্ছেন এক হাজার ফিলিস্তিনি

পবিত্র হজ উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে সৌজন্যতা ও সহমর্মিতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তাঁর সরাসরি নির্দেশনায় ১০০ দেশের ১ হাজার ৩০০ মুসল্লিকে ‘বাদশাহর অতিথি’ হিসেবে হজ পালনের সুযোগ দেওয়া হবে।
দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে এই হজ গেস্ট প্রোগ্রামটি বাস্তবায়িত হবে সৌদি সরকারের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইসলামী বিশ্বের প্রভাবশালী ও অপেক্ষাকৃত ছোট দেশগুলো অন্তর্ভুক্ত থাকবে।
ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে শহীদ, বন্দি ও আহতদের পরিবারের জন্য সৌদি বাদশাহ আরও একটি মানবিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ব্যক্তিগত অর্থায়নে এক হাজার ফিলিস্তিনি মুসল্লিকে এবারের হজে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
এই ব্যতিক্রমী অংশটি সম্পূর্ণ বাদশাহ সালমানের ব্যক্তিগত পক্ষ থেকে পরিচালিত হবে, যা প্রতিবছর সৌদি সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়িত হয়। ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ এক বিবৃতিতে বলেন, “প্রতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে হজ করানোর ব্যবস্থা করা হয়। এবার সেই সংখ্যা বাড়িয়ে এক হাজার করা হয়েছে, যা তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন।”
সৌদি সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি। তিনি বলেন, “শহীদ, আহত ও বন্দিদের পরিবারগুলোর প্রতি এই সহানুভূতিমূলক পদক্ষেপ তাদের মানসিকভাবে শক্তিশালী করবে। একইসঙ্গে এটি ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদি আরবের স্থায়ী সমর্থনের প্রমাণ।”