জামায়াত আমিরের সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার প্রতি

সঙ্কট উত্তরণে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে সমাধানের পথ খুঁজে বের করতে হলে প্রধান উপদেষ্টাকে সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা প্রয়োজন।