শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া পরিশোধসহ ১০ দফা দাবিতে শ্রমিক সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকদের সমাবেশে ১০ দফা দাবি উপস্থাপন।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। "শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও গণ–অভ্যুত্থানের অর্জন রক্ষায় ঐক্য গড়ো" শীর্ষক এই সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়।
সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: কারখানায় শ্রমিক ছাঁটাই ও টার্মিনেশন বন্ধ, বকেয়া বেতন পরিশোধ, গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়ন, যৌন হয়রানিমুক্ত ও মর্যাদাসম্পন্ন কর্মপরিবেশ নিশ্চিতকরণ, মাতৃত্বকালীন ছুটি সবেতনে ছয় মাস করা এবং শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি।
গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, শিক্ষক হাসান আশরাফ, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেবসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়ন ছাড়া দেশের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। তাঁরা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।