টানা পতনে ডিএসই সূচক পাঁচ বছর আগের অবস্থানে

ডিএসই সূচকের পাঁচ বছরের সর্বনিম্ন পতন, বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা।
টানা দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। আজ মঙ্গলবার লেনদেন শেষে সূচকটি ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে নেমে এসেছে, যা ২০২০ সালের আগস্টের পর সর্বনিম্ন।
গত পাঁচ কার্যদিবসে সূচকটি ১২৩ পয়েন্ট বা ২.৫ শতাংশের বেশি কমেছে। এ সময় প্রতিদিনই অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে। বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে, অনেকে ভালো কোম্পানির শেয়ার বিক্রি করেও বাজার ছাড়ছেন।
লেনদেনের পরিমাণও আশঙ্কাজনকভাবে কমে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্রোকারেজ হাউস, স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকগুলোও বড় ধরনের আর্থিক চাপে পড়েছে।
শীর্ষস্থানীয় কয়েকটি ব্রোকারেজ হাউস জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতিতে দৈনন্দিন ব্যয় চালাতে হিমশিম খেতে হচ্ছে, কর্মীদের বেতন দিতেও ঋণ নিতে হচ্ছে।
বাজারে ভয়াবহ দরপতনের প্রভাব পড়েছে স্বনামধন্য কোম্পানিগুলোর ওপরও। যেমন—রেকর্ড মুনাফা সত্ত্বেও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দুই দিনে ৬ টাকা কমে ৪৫.৯০ টাকায় নেমেছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। একইভাবে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৭ টাকা কমে ২০০ টাকায় দাঁড়িয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের মন্দা পরিস্থিতি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। সরকারের উচ্চপর্যায়ের নেতিবাচক বক্তব্য ও নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় এই হতাশা আরও বেড়েছে। ফলে অনেকেই শেয়ারবাজার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।