নির্বাচন নিয়ে হেলাফেলা বরদাশত করা হবে না: বিএনপির সমাবেশে হুঁশিয়ারি

নির্বাচনের রোডম্যাপ পেছানো যাবে না — নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে হুঁশিয়ারি আমির খসরুর
নির্বাচন নিয়ে কোনো অবহেলা বা সময়ক্ষেপণ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ থেকে তিনি এই বক্তব্য দেন।
আমির খসরু বলেন, "আজ তরুণদের সুনামি সৃষ্টি হয়েছে। তারা স্পষ্ট বার্তা দিচ্ছে—গণতন্ত্র চাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। কোনো সংস্কার কিংবা বিচারের অজুহাতে নির্বাচনের রোডম্যাপ পিছিয়ে দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "সংস্কারের কথা এখন বলা হলেও বিএনপি বহু আগে থেকেই এই বিষয়টি তুলে ধরেছে। খালেদা জিয়া সাত বছর আগে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন। তারেক রহমান দুই বছর আগে ২৭ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন।"
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ প্রসঙ্গে আমির খসরু বলেন, "এখন বলা হচ্ছে কিছু বিষয়ে ঐকমত্য হয়নি। যদি তাই হয়, তাহলে সেই ঐকমত্য জনগণই গড়ে তুলবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই এসব সংস্কার বাস্তবায়ন করবে।"
বিচারপ্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে তা বিএনপিই সম্পন্ন করবে বলে মন্তব্য করেন তিনি। "আমাদের মতো কষ্ট কেউ ভোগ করেনি, আমাদের মতো ত্যাগও কেউ দেয়নি। ৫ আগস্ট না হলে অনেকেই এখন বিদেশে থাকতেন। আর আমরা থাকতাম কারাগারে কিংবা ফাঁসির মঞ্চে। তাই বিচার যদি বাকি থাকে, সেটা বিএনপিই করবে—কারণ তোমাদের ওপর জনগণের আস্থা নেই।"
এর আগে দুপুর ২টার কিছু আগে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতা–কর্মী মিছিল নিয়ে যোগ দেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে একটি মঞ্চ তৈরি করা হয়। মঞ্চের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশে যানজট দেখা দেয়।
তারুণ্যের মধ্যে দলকে জনপ্রিয় করতে মে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির এই তিন সহযোগী সংগঠন। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ইতিমধ্যে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকায় হচ্ছে শেষ আয়োজন।
আজকের সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
সমাবেশে আরও উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের।