কুড়িগ্রামের ১৭ জন পুশইন: সীমান্তে পতাকা বৈঠকের প্রস্তুতি

আটককৃত ৯ জন শিশু, ৪ জন নারী ও ৪ জন পুরুষ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে ছয়টার দিকে রাধানগর ইউনিয়নের ২১৯/৭১ নম্বর সীমান্ত পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত লালমাটিয়া এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। তারা সবাই কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। ১৭ মে ভারতীয় পুলিশ তাদের হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনে করে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় নিয়ে আসে।
পরে ২৪ মে হাওড়া থেকে বাসযোগে তাদের ৮৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যদের ইটাভাটা ক্যাম্পে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের বাংলাদেশের বিভীষণ সীমান্তে এনে পুশইন করা হয়।
ওসি রইস উদ্দীন জানান, “বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১৭ জনকে বিজিবি আটক করে আমাদের থানায় সোপর্দ করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।”
এ ঘটনায় বিকেলে রোকনপুর বিজিবি কোম্পানি ও ৮৮ ইটাভাটা বিএসএফ কোম্পানির মধ্যে কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।