তরুণদের বিশ্বাস করতেন, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন হায়দার আকবর খান রনো

ঢাবিতে হায়দার আকবর খান রনোর স্মরণসভায় বক্তব্য দেন বক্তারা, ২৬ মে ২০২৫।
বিশিষ্ট বাম রাজনীতিক, তাত্ত্বিক ও লেখক হায়দার আকবর খান রনো ছিলেন সাহসী, নিষ্ঠাবান এবং অদম্য উদ্যমে ভরপুর একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন, তরুণরাই এই পৃথিবী বদলাবে। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ ও বিশ্বাসে ছিলেন অটল।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে হায়দার আকবর খান রনোর স্মরণে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রনো ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এবং বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা।
সভায় তাঁর মেয়ে রানা সুলতানা বলেন, ‘তিনি শুধু আমার বাবা ছিলেন না, ছিলেন আমার কমরেডও। আমরা যেন তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে পারি—এই প্রত্যাশা করি।’
সাবেক ডাকসু ভিপি ও সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রনোর স্মৃতি ধরে রাখার আহ্বান জানান।
অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ বলেন, ‘হায়দার আকবর ছিলেন একজন পড়ুয়া, জ্ঞানী, সাহসী ও বলিষ্ঠ নেতা। আগামীর সংগ্রামে এমন চরিত্রই অনুপ্রেরণা হয়ে থাকবে।’
তরুণ অধিকারকর্মী তুহিন খান বলেন, ‘রনোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—দলমত নির্বিশেষে আদর্শের প্রতি নিষ্ঠা ও ভয়হীন মনোভাব।’
রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না বলেন, ‘তরুণদের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর। তিনি বন্ধুর মতো মিশতেন, উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন, তরুণের শক্তিই সমাজ পরিবর্তনের মূল শক্তি।’
সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।