পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টে ভোগান্তি বন্ধে কঠোর হলো বাংলাদেশ ব্যাংক

বিদেশগামীদের কাছ থেকে ডলার কেনার সময় পাসপোর্ট এনডোর্সমেন্টে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, বৈধ উপায়ে বিদেশে যাওয়ার জন্য বিদেশি মুদ্রা কেনার সময় পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা ফি নেওয়া যাবে। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ বা অন্য কোনো নামে অতিরিক্ত চার্জ আরোপ সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এই নির্দেশনায় উল্লেখ করা হয়, অনেক তফসিলি ব্যাংক নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত চার্জ নিচ্ছে। এতে বিদেশগামী গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন এবং বৈধপথে মুদ্রা কেনার আগ্রহ হারাচ্ছেন।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে বৈধপথে বৈদেশিক মুদ্রা লেনদেন উৎসাহিত হবে এবং অবৈধ ডলার লেনদেন কমে আসবে। পাশাপাশি ব্যাংকিং লেনদেনে গ্রাহকবান্ধব ও স্বচ্ছতা বজায় থাকবে।