সোমবার ১৯ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুন, সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

 প্রকাশিত: ২১:২৬, ১৮ মে ২০২৫

মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুন, সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত ভাসানটেকের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ও মিরপুর ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যেই (রাত ৮টা ১০ মিনিটে) প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আরও ছয়টি ইউনিট যোগ দেয় দমকল অভিযানে।

রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

তাৎক্ষণিকভাবে আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এছাড়া হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে।

উদ্ধার অভিযানের সময় আশপাশের কয়েকশ বস্তিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে বস্তির ভেতরের এলাকায় এখনও ধোঁয়ার কারণে ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।