মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুন, সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত ভাসানটেকের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ও মিরপুর ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যেই (রাত ৮টা ১০ মিনিটে) প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আরও ছয়টি ইউনিট যোগ দেয় দমকল অভিযানে।
রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তাৎক্ষণিকভাবে আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এছাড়া হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে।
উদ্ধার অভিযানের সময় আশপাশের কয়েকশ বস্তিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে বস্তির ভেতরের এলাকায় এখনও ধোঁয়ার কারণে ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।