রাখাইনে মানবিক করিডর ও চট্টগ্রামে বিদেশি নিয়োগ দেশের জন্য হুমকি

‘৪৯তম ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, "প্রধান উপদেষ্টা অর্থনীতি ভালো বুঝলেও রাজনীতি বোঝেন না।" শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘৪৯তম ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভাটি আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।
মান্না বলেন, ফারাক্কা পানি চুক্তি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। রাজনৈতিক সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার এই চুক্তি নবায়ন করতে পারবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভারত নতুন করে আর এ চুক্তি করতে চাইবে না।”
তিনি বলেন, “চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৪০ হাজার কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও ভারত তা কমিয়ে দিয়েছে। এর ফলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পদ্মা নদী এখন হেঁটে পার হওয়া যায়।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করে মান্না বলেন, “তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর খোলার কথা বলেছেন, চট্টগ্রাম বন্দরে বিদেশিদের নিয়োগের প্রস্তাব দিয়েছেন। এসব দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।”
তিনি আরও বলেন, “ইউনূস একসময় ‘নাগরিক শক্তি’ নামে একটি দল খুলেছিলেন, যা চলত এসএমএসের মাধ্যমে। অনেকেই বলতেন, এটা গ্রামীণফোনের ব্যবসা বাড়ানোর কৌশল।”
আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, “পানি না পাওয়ার কারণে মাটি ও মানুষের ক্ষতি হচ্ছে। এ ক্ষতির নিরূপণের জন্য সরকারের অধীনে একটি আলাদা দপ্তর থাকা উচিত। আর যারা ক্ষতিপূরণ দেয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “যারা আগে পানিবণ্টনের বৈষম্য নিয়ে সরব ছিলেন, এখন অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে চুপ করে গেছেন।”
সভায় আরও যাঁরা বক্তব্য দেন: শেখ রফিকুল ইসলাম, আহ্বায়ক, ভাসানী অনুসারী পরিষদ ও চেয়ারম্যান, ভাসানী জনশক্তি পার্টি। শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বিএনপি। নাজমুল হক নান্নু, উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন। সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নঈম জাহাঙ্গীর, সাবেক মহাসচিব, মুক্তিযোদ্ধা সংসদ এবং সমন্বয়ক, গণপরিষদ আন্দোলন