সোনার দাম কমলো, ২২ ক্যারেট সোনার নতুন মূল্য ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা

সোনার দাম আরও কমেছে, ২২ ক্যারেট প্রতি ভরি এখন ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা—বাজুস।
দেশের স্বর্ণ বাজারে ক্রেতাদের জন্য এসেছে স্বস্তির খবর। আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন করে ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা হ্রাস করে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দরপতন এবং দেশের বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নতুন দাম আগামীকাল, মঙ্গলবার ১৩ মে ২০২৫ থেকে কার্যকর হবে।
সাম্প্রতিক সময়ে সোনার দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দাম বাড়া এবং স্থানীয় বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যাওয়ায় এই দাম কমানো হয়েছে।
অনেক ক্রেতা মনে করছেন, এই দাম কমার ফলে এখনই সোনা কেনার উপযুক্ত সময় হতে পারে।