রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

রাজনীতি

কুমিল্লায় বিএনপির পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, অভ্যন্তরীণ কোন্দলের জেরে উত্তেজনা

 প্রকাশিত: ০০:২৫, ১৮ মে ২০২৫

কুমিল্লায় বিএনপির পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, অভ্যন্তরীণ কোন্দলের জেরে উত্তেজনা

কুমিল্লা নগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে অবস্থিত বিএনপির দীর্ঘদিন ধরে অব্যবহৃত মহানগর ও দক্ষিণ জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার কিছু পরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বিক্ষোভ মিছিল শেষে কিছু ব্যক্তি কার্যালয়ের গেট খুলে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারাই আগুন নিভিয়ে স্থান ত্যাগ করে।

বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ঘোষিত কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি নিয়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে বিরোধ চলছিল। এই দ্বন্দ্ব থেকেই শনিবারের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে “অবৈধ কমিটি মানি না, মানব না” বলে স্লোগান দেন।

ঘটনার সময় পার্টি অফিসটি বন্ধ ছিল বলে জানান কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, “যারা আগুন দিয়েছে, তারা কেউ দলীয় লোক নাও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ছাত্রদলের সদ্য বিদায়ী মহানগর সভাপতি ফখরুল ইসলাম মিঠু জানান, কমিটি ঘোষণার পর থেকে বিক্ষোভ চলছিল এবং বিরোধ চরমে ওঠে। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি জানেন না বলে দাবি করেন।

এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ও আগুন লাগার বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক হিসেবে এমদাদুল হক ধীমান এবং মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে নাহিদ রানা ও সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমুর নেতৃত্বে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করে আসছিলেন।