কুমিল্লায় বিএনপির পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, অভ্যন্তরীণ কোন্দলের জেরে উত্তেজনা

কুমিল্লা নগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে অবস্থিত বিএনপির দীর্ঘদিন ধরে অব্যবহৃত মহানগর ও দক্ষিণ জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার কিছু পরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বিক্ষোভ মিছিল শেষে কিছু ব্যক্তি কার্যালয়ের গেট খুলে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারাই আগুন নিভিয়ে স্থান ত্যাগ করে।
বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ঘোষিত কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি নিয়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে বিরোধ চলছিল। এই দ্বন্দ্ব থেকেই শনিবারের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে “অবৈধ কমিটি মানি না, মানব না” বলে স্লোগান দেন।
ঘটনার সময় পার্টি অফিসটি বন্ধ ছিল বলে জানান কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, “যারা আগুন দিয়েছে, তারা কেউ দলীয় লোক নাও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ছাত্রদলের সদ্য বিদায়ী মহানগর সভাপতি ফখরুল ইসলাম মিঠু জানান, কমিটি ঘোষণার পর থেকে বিক্ষোভ চলছিল এবং বিরোধ চরমে ওঠে। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি জানেন না বলে দাবি করেন।
এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ও আগুন লাগার বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক হিসেবে এমদাদুল হক ধীমান এবং মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে নাহিদ রানা ও সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমুর নেতৃত্বে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করে আসছিলেন।