রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

জাতীয়

রাশিয়া আবার হয়ে উঠেছে সস্তা গমের প্রধান উৎস

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:০৫, ১৬ মে ২০২৫

রাশিয়া আবার হয়ে উঠেছে সস্তা গমের প্রধান উৎস

রাশিয়া থেকে কম দামে গম আসায় আবারও দেশটির ওপর নির্ভরতা বাড়ছে; কমছে ইউক্রেন ও উচ্চ আমিষযুক্ত গমের আমদানি।

বাংলাদেশে সস্তা গম আমদানির অন্যতম প্রধান উৎস হিসেবে আবারও জায়গা করে নিয়েছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ দুই দেশ থেকে আমদানি ব্যাহত হওয়ায় ভারত ও কানাডা তখন গমের মূল জোগানদাতা হয়ে উঠেছিল। তবে চলতি অর্থবছরে (২০২৪–২৫) আমদানিকারকেরা আবারও রাশিয়ার দিকেই ঝুঁকছেন, কারণ দেশটি থেকে তুলনামূলক কম দামে গম পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে দেশে প্রায় ৪৯ লাখ টন গম আমদানি হয়েছে, যার ৫৪ শতাংশই এসেছে রাশিয়া থেকে। এতে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার। রাশিয়া থেকে সর্বোচ্চ গম আমদানির রেকর্ড ছিল ২০০৬–০৭ অর্থবছরে, তখন আমদানির ৫৭ শতাংশ এসেছিল সে দেশ থেকে।

অন্যদিকে, যুদ্ধের আগে ইউক্রেন থেকে প্রতিবছর গড়ে ২৩–৩০ শতাংশ গম আমদানি হতো। কিন্তু চলতি অর্থবছরে ইউক্রেন থেকে আমদানি নেমে এসেছে ১৪ শতাংশে। এতে রাশিয়ার ওপর নির্ভরতা আরও বেড়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রাশিয়া থেকে সরবরাহ সহজ এবং দাম তুলনামূলক কম হওয়ায় আমদানি বাড়ছে। যদিও একটি নির্দিষ্ট দেশের ওপর বেশি নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিকল্প উৎস হিসেবে ব্রাজিল থেকেও গম আমদানি শুরু হয়েছে, তবে পরিমাণে তা খুবই সীমিত—চলতি অর্থবছরে মাত্র ১ লাখ ১৩ হাজার টন, যা মোট আমদানির ২ শতাংশ।

বাংলাদেশ মূলত দুই ধরনের গম আমদানি করে—কম আমিষযুক্ত (কেক, বিস্কুট প্রভৃতি বেকারিপণ্যের জন্য) ও উচ্চ আমিষযুক্ত (পরোটা, পাস্তা, নুডলস তৈরির জন্য)। কম আমিষযুক্ত গম আসে কৃষ্ণসাগর অঞ্চল ও ইউরোপীয় দেশগুলো থেকে, আর উচ্চ আমিষযুক্ত গম আমদানি হয় কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে।

২০০৮–০৯ থেকে একটানা ৮ বছর গমের শীর্ষ সরবরাহকারী ছিল কানাডা। তবে এখন সস্তা গমের কারণে উচ্চ আমিষযুক্ত গমের আমদানি কমেছে—চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এই গমের হার ১৮ শতাংশ, যেখানে কয়েক বছর আগে তা ছিল ৩০ শতাংশ।

মূল্য বিশ্লেষণে দেখা যায়, গত এপ্রিল মাসে রাশিয়া থেকে গম আমদানির খরচ হয়েছে টনপ্রতি ২৫১–২৬১ ডলার (প্রায় ৩১–৩২ টাকা কেজি), যা অন্যান্য দেশের তুলনায় কম। কানাডা থেকে উচ্চ মানের গম আসছে টনপ্রতি ২৯৮–৩৩০ ডলারে (৩৬–৪০ টাকা কেজি)।

দেশে মোট চাহিদার মাত্র ১৪–১৫ শতাংশ গম স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাকি ৮৫ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। ২০২৩–২৪ অর্থবছরে গম আমদানিতে ব্যয় হয়েছে ২০৫ কোটি ডলার, আর চলতি অর্থবছরের ১০ মাসেই আমদানি ব্যয় দাঁড়িয়েছে ১৩৪ কোটি ডলার।

ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক জানান, রাশিয়া থেকে গম আনতে ব্যাংকিং সমস্যা দেখা দেয়, যদিও খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যে একক উৎসের ওপর নির্ভর না করে বহুমুখী উৎস থেকে আমদানি করাই ভালো।”