রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

শান্তি আলোচনায় ‘লোকদেখানো’ প্রতিনিধি পাঠালো মস্কো: জেলেনস্কি

 প্রকাশিত: ২৩:১১, ১৬ মে ২০২৫

শান্তি আলোচনায় ‘লোকদেখানো’ প্রতিনিধি পাঠালো মস্কো: জেলেনস্কি

তুরস্কের ইস্তাম্বুলে চলমান বৈঠকে এভাবে দুই পাশে অবস্থান নেন রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা। ছবি: সিএনএন

রাশিয়া ও ইউক্রেন একে অপরের ১ হাজার করে যুদ্ধবন্দী মুক্তি দিতে সম্মত হয়েছে। শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।

তিনি সাংবাদিকদের জানান, “আমরা বন্দি বিনিময়ের তারিখ জানি, তবে এখনই তা প্রকাশ করবো না।”

রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ ধরনের বড় পরিসরের বন্দিবিনিময় বিরল ঘটনা। সর্বশেষ ৬ মে দুই দেশ ২০৫ জন করে বন্দী বিনিময় করেছিল।

২০২৪ সালে ইউক্রেন সব বন্দি বিনিময়ের প্রস্তাব দিলেও রাশিয়া তখন সাড়া দেয়নি। এখনো রাশিয়া ইউক্রেনীয় বন্দিদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না বলে জানায় কিয়েভ।

ইস্তাম্বুলের বৈঠকে ইউক্রেনীয় প্রতিনিধিদলে ছিলেন—প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, এবং প্রতিরক্ষামন্ত্রী উমেরভ। তারা একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গেও বৈঠক করেন।

সপ্তাহের শুরুতে মস্কো থেকে শান্তি আলোচনার প্রস্তাব এলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা গ্রহণ করেন এবং ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকের আমন্ত্রণ জানান। তবে পুতিন নিজে না গিয়ে তার উপদেষ্টা মেদিনস্কিকে পাঠান।

রুশ প্রতিনিধিদলে কয়েকজন উপমন্ত্রী থাকলেও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ শীর্ষ নেতারা ছিলেন না। এতে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, “মস্কো কেবল লোকদেখানো প্রতিনিধি পাঠিয়েছে।”

পশ্চিমা কূটনীতিকদের মতে, পুতিন এই আলোচনায় আন্তরিক নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে আলোচনা নিয়ে আশাবাদী মন্তব্য করলেও পরে জানান, “যতক্ষণ না আমার সঙ্গে পুতিনের দেখা হচ্ছে, বড় কোনো অগ্রগতি আশা করা উচিত নয়।”

এই বৈঠকে শেষ পর্যন্ত ট্রাম্প, পুতিন বা জেলেনস্কি—তিনজনের কেউই সরাসরি অংশ নেননি।

ইউক্রেন ও তার মিত্ররা ১২ মে থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে। রুশ পক্ষ জানায়, ২০২২ সালের আলোচনার ধারাবাহিকতায় বর্তমান সংলাপ হতে হবে এবং “যুদ্ধের মূল কারণগুলো” আলোচনায় আনাই জরুরি।